বাম দিক থেকে সারোয়ার হোসেন অপু ও ইমামা হোসেন শেখ

নরসিংদীর বেলাব উপজেলার নিষিদ্ধ সংগঠন ছালীগের সাবেক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় উপজেলা মো. ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়।

ওসি মীর মাহবুবুর রহমান বলেন, সারোয়ার হোসেন অপুকে বেলাব থানা থেকে ও বাকি দুজনকে বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, ইমাম হোসেন ও আব্দুল মোতালিব মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

তন্ময় সাহা/আরকে