চাঁদপুর শহরের বাবুরহাট বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুতের দায়ে ২ প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ আল এমরান খাঁন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বশির পাটোয়ারী স্টোর ও  ফকরউদ্দীন ষ্টোর নামের দু’টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১৯৫ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এর মধ্যে পাটোয়ারী স্টোরের গোডাউনের পলিথিনের পরিমাণ ১ হাজার ২৪৫ কেজি এবং ফকরউদ্দীনের গোডাউন থেকে জব্দ করা পলিথিনের পরিমাণ ৯৫০কেজি। 

মোবাইল আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর সহকারী পরিচালক মো: হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক  মো. মিজানুর রহমান বলেন, “নিষিদ্ধ পলিথিনের বিষয়ে পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আনোয়ারুল হক/এসএমডব্লিউ