শিক্ষার্থীদের ওপর হামলা
রাজবাড়ীতে আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ (৫৪), বাণীবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিক উদ্দিন মিয়া (৩৯) ও রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (৫৫)।
জানা গেছে, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন গোয়ালন্দ মোড়ে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মো. জিসান খানের দায়ে করা মামলায় গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়াও বানীবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিক উদ্দিন মিয়াকে গত ৪ আগস্ট টিএনটি পাড়া এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ২৬ আগস্ট কলেজশিক্ষার্থী উৎস সরকারের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন।
অপরদিকে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহকে গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ২ অক্টোবর মো. শাহিন ফকিরের দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, রাজবাড়ী ও গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলায় অভিযান চালিয়ে সোমবার রাতে আওয়ামী লীগের দুই নেতা ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে