রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ২২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছ হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুঃ সাইফুল ইসলাম এবং সাইবার ক্রাইম মনিটরিং সেল এর সদস্যরা উপস্থিত ছিলেন।

নভেম্বর মাসে রাঙামাটির বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২২ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। শহরের পর্যটন এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “গত মাসে আমার মোবাইলটি হারিয়ে যায়। এরপর আমি রাঙামাটি কোতয়ালী থানায় জিডি করি। অল্প সময়ের মধ্যে নিজের হারানো মোবাইলটি ফেরত পেয়ে খুবই ভালো লাগছে। রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা।”

পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “আমাদের সাইবার ক্রাইম মনিটরিং সেল এখন অনেক দক্ষ। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল ফেরত পাওয়াসহ অপরাধী শনাক্তে দারুণ ভূমিকা রাখছে। হারানো মোবাইলগুলো প্রকৃত মালিকদের ফেরত দিতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে।”

মিশু মল্লিক/এসএমডব্লিউ