মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ হারালেন বাবা-ছেলে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি এলাকায় এই সড়ক দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কালিনগর লক্ষিপুর গ্রামের তুফানি মন্ডলের ছেলে মিজানুর রহমান (৪৫) এবং তার ছেলে মো. সাগর হোসেন (১৮)।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদ্দেশে যাওয়ার পথে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিজানুর রহমান মৃত্যুবরণ করেন এবং সাগর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সাগর হোসেনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ মহাসড়কে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
মো. আশিক আলী/এএমকে