মাগুরার শ্রীপুরে পাচারকৃত ৪০ বস্তা সার জব্দ করেছে কৃষি বিভাগ। রোববার (৯ ডিসেম্বর) শ্রীকোল ইউনিয়নের সরইনগর গ্রাম থেকে এ সার জব্দ করা হয়।

শ্রীপুর উপজেলার কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে পাচারের সময় ভ্রাম্যমাণ আদালত বাবু মিয়া (৪৫) ও বাচ্ছু মিয়া (৪৮) নামে দুইজন পাচারকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া বাজারের খুচরা সার ব্যবসায়ী বাবু মিয়াসহ বিভিন্ন অসাধু সার ব্যবসায়ীগণ সরকার অনুমোদিত বিসিআইসির সার ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারের অসাধু ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। একইভাবে রোববার দুপুরে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারের সার ব্যবসায়ী বাচ্ছু মিয়া ব্যবসায়ী বাবু মিয়ার দোকান থেকে ৪০ বস্তা ডিএপি সার কিনে ইঞ্জিনচালিত নসিমন বোঝায় করে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। 

বিষয়টা জানাজানি হলে শ্রীকোল ইউনিয়নের সরইনগর গ্রামে সার নিয়ে নসিমন পৌঁছালে স্থানীয় লোকজন নসিমনটি আটকে দেয়।

খবর পেয়ে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মনোজ কুমার ও বুরহান উদ্দিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি জব্দ করে।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সার বিক্রেতা বাবুকে ৫ হাজার টাকা ও সার পাচারকারী বাচ্চুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, উপজেলার বিসিআইসি সার ডিলারদের সঙ্গে বৈঠক করে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে কোনো প্রকার সার পাচার না হয়। আর কৃষকদের চাহিদাপূরণ এবং সার পাচাররোধে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠে থেকে কাজ করবে। সার নিয়ে কোনো প্রকার অসদুপায় অবলম্বন করলে ছাড় দেওয়া হবে না ।

তাছিন জামান/আরকে