টয়লেট শেষে হাত না ধুয়েই রান্না করতেন কর্মচারীরা, জরিমানা ৫০ হাজার
চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে খাবারের হোটেলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, জেলা টাস্কফোর্স, ছাত্র প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি ও ওয়ারেন্ট অফিসার মাসুদের নেতৃত্বে সেনাবাহিনীর চৌকস একটি টিম।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স কালু হোটেল নামক প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও আবারও অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রক্রিয়ায় খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। হোটেলের স্যানিটারি লাইসেন্স না থাকা, কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকা ও স্বাস্থ্যবিধি না মানা, নোংরা জিনিসের পাশে খাবার উন্মুক্ত রাখা অবস্থায় পাওয়া গেছে।
এছাড়া কর্মচারীরা টয়লেট শেষে হাত না ধুয়েই খাবার তৈরি করছেন। যত্রতত্র নোংরা ও মাছিতে ভরপুর মেঝেতে রান্না করা ও বিভিন্ন রেডি খাবার খোলা অবস্থায় রাখা হয়েছে।
আরও পড়ুন
অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরি, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. শহিদুল ইসলাম কালুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পুনরায় তাকে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরির বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে অন্যান্য প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, পূর্বে সতর্কের পর আবারও একই অনিয়মের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আফজালুল হক/আরকে