কালিহাতীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ
টাঙ্গাইলের কালিহাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির দুই নেতারকর্মীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের সামনে এই ঘটনা ঘটে। আহত মুজাহিদুল ইসলাম কেন্দ্রীয় বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুর কর্মী।
বিজ্ঞাপন
অপরদিকে আরেক কেন্দ্রীয় বিএনপির সদস্য লুৎফর রহমান মতিনের কর্মী সমর্থকরা এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির নেতা আহমেদ টিটুর লোকজন শাহজাহান সিরাজ কলেজের একজন শিক্ষার্থীকে মারধর করে। পরে বিষয়টি স্থানীয় বিএনপির লোকজন মিমাংসা করে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা টিটু ও মতিনের লোকজন কলেজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করে। পরে টিটুর গ্রুপের লোকজন কলেজের অধ্যক্ষের কক্ষে মিটিং করার সময় বিএনপি নেতা মতিনের লোকজন গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে হামলা করে শান্ত নামের একজন। এছাড়া তৌহিদ নামের আরেক কর্মীকে লাঠি দিয়ে পেটানো হয়। পরে গুরুতর আহত মুজাহিদকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শান্তর বিরুদ্ধে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করার অভিযোগ রয়েছে। ওই হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি করা হয় তাকে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একপক্ষের একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিজিৎ ঘোষ/আরকে