বরিশালের কীর্তনখোলা নদীর চরবাড়িয়া ভাঙ্গার পাড় এলাকা থেকে আবির হাসান হিরা নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। তিনি অমৃত লাল দে মহাবিদ্যালয়ের মানবিক শাখার একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভাঙ্গার পাড় এলাকায় বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল। ছবি তোলার সময়ে পা পিছলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নৌপুলিশ যায়। অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের অদূরে নিখোঁজ ছাত্রের মরদেহ ভাসতে দেখা যায়।

তিনি বলেন, পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয়ভাবে জানা গেছে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মদিনাবাগ এলাকার রাসেদ হাসানের ছেলে আবির হাসান হিরা। বন্ধুদের সঙ্গে দুপুর ১২টার দিকে ভাঙ্গারপাড় এলাকায় যান। সাড়ে ১২টার দিকে নদীতে পড়ে যান। দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সৈয়দ মেহেদী হাসান/এএমকে