ঘন কুয়াশায় ঢাকা পড়ছে দিনাজপুর, বাড়ছে শীতের তীব্রতা
উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুরসহ উত্তরের জনপদ। কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ।
রোববার (৮ ডিসেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় এক কিলোমিটার।
বিজ্ঞাপন
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন ঢাকা পোস্টকে আবহাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ কেউ আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছে। আবার কেউ ভিড় জমাচ্ছে চায়ের দোকানে। দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। একদিকে আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষক।
কৃষি শ্রমিক রুবেল ইসলাম বলেন, ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে ফসলের মাঠে কাজ করতে অসুবিধা হচ্ছে। তবুও কাজ করতে হচ্ছে, নাহলে সংসার চলবে কীভাবে?
কৃষক মমিনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে মধ্যে রাত থেকে ঘুন কুয়াশায় ঢাকা পড়ছে। এতে আলুর গাছ নিয়ে টেনশনে আছি। কুয়াশা বেশি হলে গাছ মরে যাওয়ার ভয় থাকে।
সোহাগ/আরকে