বাবার সঙ্গে ফজরের নামাজ পড়লেন ছেলে, দুপুরে মিলল মরদেহ
বরগুনার তালতলী উপজেলায় ধানক্ষেত থেকে মো. আব্দুর রহমান (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবার সঙ্গে ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়ে ঘর থেকে বের হন তিনি। নিহত ওই যুবক উপজেলার লাউপাড়া নামক এলাকার বাসিন্দা মো. আউয়াল শিকদারের ছেলে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহমান তালতলী উপজেলার লাউপাড়ায় বসবাস করলেও তাদের পুরাতন বাড়ি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা নামক এলাকায়। বেশিরভাগ সময় আব্দুর রহমান বরগুনার ওই বাড়িতেই থাকতেন। গত এক সপ্তাহ আগে তিনি তালতলীতে যান। পরে শনিবার সকালে বাবার সঙ্গে একত্রে ফজরের নামাজ পড়ে সকাল ৭টার দিকে নাস্তা খেয়ে ঘর থেকে বের হয়ে যান। পরে দুপুরের দিকে নিহতের মেজো ভাই মো. ইসা গরুর খাবারের জন্য নিজেদের ধানক্ষেতের কাচা ধান কাটতে গেলে ক্ষেতের মধ্যে ভাই আব্দুর রহমানের মরদেহ দেখতে পান। পরে তার ডাক চিৎকারে স্বাজন ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করেন।
মো. সোহরাব হোসেন নামে নিহতের এক প্রতিবেশী বলেন, খাবর পেয়ে এসে দেখি ধানক্ষেতের মধ্যে আব্দুর রহমানের মরদেহ পড়ে আছে। আমার মনে হয় সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। বর্তমানে এই সময় সাপের উপদ্রব বেশি থাকায় ধানক্ষেতের মধ্যে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রথামিকবাভে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আব্দুল আলীম/আরকে