খুলনায় শেষ হয়েছে তিন দিনের ইজতেমা। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়। দেশ ও জাতির কল্যাণে আখেরি মোনাজাত করেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে খুলনা মহানগরীর ময়ুরী আবাসিক এলাকায় ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের ইজতেমায় বিদেশি তাবলিগের সাথীসহ দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।

খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা জানান, এবার আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের ভোপালের ৩৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন। শনিবার দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২টা ৭ মিনিটের দিকে। শান্তিপূর্ণভাবে জেলা ইজতেমা শেষ হয়েছে।

আখেরি মোনাজাতে অংশ নিতে খুলনা জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার মুসল্লিরা ইজতেমাস্থলে পৌঁছান। ইজতেমা মাঠের মূল মঞ্চ থেকে আশপাশের সব জায়গা মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে। ইজতেমার নির্দিষ্ট মাঠ ছাড়াও আশপাশে অবস্থান করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

জেলা ইজতেমা ময়দানের জিম্মাদার মো. আতিকুর রহমান বলেন, তিন দিনের এ ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নেন।

মোহাম্মদ মিলন/এসএসএইচ