পার্বত্য রাঙামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়ে গেছে। 

শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন পর্যটক আহত হয়েছেন বলে জানা যায়।

আহতরা হলেন,  জাকির হোসেন (৩১), সাইফুল (২৭), মোনায়েম (৩৩), কামাল (২৭), শাকিল (২৬), আরফান (২৮) সবুজ (২৭), ইস্রাফিল (২৩), উজ্জল (২৮), সোহেল (৩০)। তারা সবাই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ধামরাই কারখানায় কর্মরত। 

স্থানীয় সূত্র জানায়, তারা সাজেক ঘুরে খাগড়াছড়ি ফেরার পথে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে চালকসহ ১২ যাত্রীর মধ্যে ১০ জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি চাকমা বলেন, সাজেক সড়কে দুর্ঘটনার শিকার ১০ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে এসেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে।

মিশু মল্লিক/আরকে