নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুইজন জেলে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা দুই জেলের মরদেহ উদ্ধার করেন। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

এর আগে মধ্যরাতে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে আব্দুল হাসেম (৫০) ও একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা। নিখোঁজরা হলেন—বুড়িরচর ইউনিয়নের দেলোয়ার ও ইরান।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, রবিউল মাঝির একটি ট্রলার বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে যায়। কুয়াশায় মধ্যরাতে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি উলটে যায়। ২০ জন সাঁতার দিয়ে কূলে উঠলেও চারজন উঠতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে নৌকার ভেতরে থাকা দুইজনের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় নিহত ও নিখোঁজ জেলেদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, সম্ভবত কুয়াশার কারণে জেলেদের ট্রলারটি ডুবোচরে ধাক্কা লেগে উলটে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত ও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌপুলিশের সহযোগিতায় আমরা অভিযান অব্যাহত রেখেছি।

হাসিব আল আমিন/এএমকে