কুড়িগ্রামে রাতের আঁধারে সড়কে ঝরল দুটি প্রাণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুইজন মোটরসাইকেল আরোহীর।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন—ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে ব্যবসায়ী কামাল হোসেন খোকন।
নিহতদের স্বজনরা জানান, রাতে মোটরসাইকেলে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই মারা যান রশিদুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোকন। তবে কোন গাড়ির চাপায় তারা মারা গেছে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাস বা ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. জুয়েল রানা/এএমকে