চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় সেলিম হোসেন (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক অন্তর (২০)।

স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর সেলিমকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। আর অন্তরের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সেলিম হোসেন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের শান্তিপাড়ার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

আহত অন্তর চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মারফত আলীর ছেলে।

জুড়ানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেলিম হোসেনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও কৃষক সেলিম হোসেন গুরুতর আহন হন। তবে মোটরসাইকেলে থাকা আরেকজন আরোহী অক্ষত রয়েছেন। পরে আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেলিম হোসেনকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জেনেছি। নিহত সেলিমের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আফজালুল হক/এসএসএইচ