বরিশালের কীর্তনখোলা-কালাবদর নদীর মোহনায় দুর্ঘটনার শিকার স্পিডবোটের এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জালিস মাহমুদ। তিনি ভোলায় একটি কোম্পানিতে এইচ আর হিসেবে চাকরি করতেন বলে নিশ্চিত করেছেন তার সহকর্মী মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় নিখোঁজ আরও চার জনের সন্ধান এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

আহত উদ্ধার হওয়া পুলিশ কনস্টেবল মানসুর আহমেদ জানান, বিকেলে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল। পথে একটি যন্ত্র চালিত বালুভর্তি নৌযানের সঙ্গে সংঘর্ষ হয়।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় নিখোঁজ চার যাত্রীর সন্ধান চালানো হচ্ছে।

তিনি জানান, নৌ পুলিশসহ উদ্ধারকারী অন্য সংস্থা ঘটনাস্থলে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৈয়দ মেহেদী হাসান/এসএসএইচ