দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আব্দুর রহমান (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (৪ ডিসেম্বর) হিলি সীমান্তে বাংলাদেশ অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত ভারতীয় নাগরিক আব্দুর রহমান বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।

হিলি আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন বলেন, গতকাল বিকেলে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। এসময় তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোহাগ/এমএসএ