অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে স্থানীয়দের হামলায় পুলিশসহ আহত ৮
কক্সবাজার টেকনাফে বন বিভাগের রিজার্ভের জায়গার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়ে পুলিশ ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফ শামলাপুল হাজমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আহতরা হলেন, বাহারছড়ার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) দস্তগীর হোসাইন মানিক, শীলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম, স্থানীয় সংবাদকর্মী মো. আনোয়ার হোসেন ও জাফর আলম। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফের বাহারছড়া হাজামপাড়া বন বিভাগের রিজার্ভের জায়গায় নির্মাণধীন একটি মাদরাসা উচ্ছেদ করতে গেলে স্থানীয়রা বাঁধা দেন। এক পর্যায়ে বন বিভাগ পুলিশের সহযোগিতার জন্য থানায় জানানো হলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি দস্তগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশসহ স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা উত্তেজিত হয়ে হামলা করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, টেকনাফের বাহারছড়া হাজমপাড়া বন বিভাগের রিজার্ভের জায়গায় নির্মাণাধীন একটি স্থাপনা ভাঙতে গেলে বন-বিভাগের চারজন সদস্যকে ওই এলাকার স্থানীয়রা বেঁধে রাখেন। পরে বন-বিভাগের সদস্যরা পুলিশের সহায়তা চাইলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসেন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। এসময় হঠাৎ তিন-চার শতাধিক মানুষ পুলিশ ও বনবিভাগের সদস্যদের ওপর হামলা চালায় ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সাইদুল ইসলাম/আরকে