ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বিলোনিয়া সীমান্তে এসে বাংলাদেশকে কটাক্ষ করে উগ্র হিন্দুত্ববাদীদের বক্তব্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ সংলগ্নে ছাত্র-জনতার ব্যানারে এ আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মুহাইমিন তাজিম, ওমর ফারুক শুভ প্রমুখ। বক্তারা বলেন, ভারতের আগরতলায় যা হয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাদের একটি গোষ্ঠী বিলোনিয়া সীমান্তে নো-ম্যানস লেন্ডে ঢুকে বাংলাদেশের দিকে মাইক তাক করে নানা উসকানিমূলক বক্তব্য ও উগ্র স্লোগান দিয়েছেন। এসব কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা দেশের প্রশ্নে এক। দেশের যেকোনো সংকটে আমরা প্রাণ দিতে প্রস্তুত রয়েছি।

এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ত্রিপুরা না ফেনী, ফেনী-ফেনী’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘হাইকমিশনে হামলা কেন, দিল্লি তুই জবাব দে’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’-এমন নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এর আগে সকালে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বাসযোগে পরশুরামের বিলোনিয়া স্থলবন্দর এলাকায় যান শিক্ষার্থীরা।

এদিকে এ কর্মসূচি ঘিরে বিলোনিয়া স্থলবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে স্থলবন্দর এলাকায় পুলিশ-বিজিবির সরব উপস্থিতি লক্ষ করা গেছে।

তারেক চৌধুরী/এমজেইউ