আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার সীমিত
ভারত সীমান্তের ওপারে উত্তেজনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এতে আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার কমে গিয়েছে অনেকটাই। হয়রানিসহ নানান কারণে ভারত থেকে ফিরতে হচ্ছে বাংলাদেশি যাত্রীদের।
বুধবার (৪ ডিসেম্বর) আখাউড়া স্থলবন্দরে দেখা গিয়েছে এমন চিত্র।
বিজ্ঞাপন
স্থলবন্দর সূত্রে জানা যায়, আগরতলা সীমান্তবর্তী এই বন্দর দিয়ে প্রতিনিয়ত ৬০০-৭০০ যাত্রী আসা যাওয়া করেন। সেখানে গতকাল মঙ্গলবার সারাদিনে ২৯৮ জন যাত্রী পারাপার হয়েছেন। তাদের মধ্যে ভারতীয় নাগরিক ২৮ জন আসছেন এবং ২২ জন ফিরে গেছেন। তবে গতকালের তুলনায় বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১২০ জন যাত্রী পারাপার করেছেন। তাদের মধ্যে ভারতীয় নাগরিক ৪৭ জন আখাউড়া বন্দর দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছেন এবং ৪৭ জন ভারতে ফিরে গিয়েছেন। কিন্তু স্বাভাবিক দিনগুলো অর্ধ দিনে গড়ে ২ শতাধিক যাত্রী পারাপার করেছেন।
এদিকে বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষায় প্রতিটি বিষয় যাচাই করছেন আখাউড়া স্থলবন্দরের অফিসার ইনচার্জ মো. খাইরুল আলম। যাত্রীদের সচেতনতার ভিত্তিতে ভারতে চলতি উত্তেজনার কথা জানিয়ে সাবধানে অবস্থানের বিষয়টি নিশ্চিত করছেন।
এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের অফিসার ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীদের গমনের কারণ ও সেখানে অবস্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে জানার চেষ্টা করছি। যেহেতু ভারতের উদ্বুদ্ধ ও উত্তেজনামূলক পরিবেশের কারণে সেখানে বাংলাদেশি যাত্রীদের কোনো হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না। তাই যাত্রীদের নির্দিষ্ট কারণ ও স্থান ছাড়া ওপারে যেতে নিষেধ করা হচ্ছে। কারণ যদি তারা আগরতলা বন্দর থেকে যাত্রীকে ফেরত পাঠায় তাকে আমরা সঙ্গে সঙ্গে রিসিভ করতে পারব না।
তিনি আরও বলেন, আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন। তবে মঙ্গলবারের মতো আজও যাত্রী পারাপার সীমিত।
মাজহারুল করিম অভি/আরকে