দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্তের শাস্তি দাবি
খাগড়াছড়ির পাঁচ মাইল এলাকায় আলোচিত দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
আজ (বুধবার) সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের আয়োজনে মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক সমাজ, সাংবাদিকসহ স্থানীয় নারী সংগঠনগুলো অংশ নেয়।
ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি নয়ন ত্রিপুরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন— খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক সেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা, সাংবাদিক চিংমেপ্রু মারমা প্রমুখ।
মানববন্ধন শেষে অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ ৫ দফা দাবি নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আরও পড়ুন
উল্লেখ্য গত ২৭ নভেম্বর খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ মাইল এলাকায় (খাগড়াছড়ি দীঘিনালা) সড়কের পাশের জঙ্গলে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত গোপীনাথ ত্রিপুরাকে আটক করে পুলিশ।
মোহাম্মদ শাহজাহান/এনএফ