পুলিশ পরিচয়ে টাকা দাবি, ৩ ভুয়া ডিবি গ্রেপ্তার
এক ব্যক্তিকে আটক করে তার কাছে মাদক রয়েছে—এমন অভিযোগে তাকে হ্যান্ডকাফ পরিয়ে টাকা দাবি করে ডিবি পুলিশ পরিচয়ে একটি দল। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দিলে জানা যায়, তারা ভুয়া ডিবি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচক গ্রামের আমির হোসেন সিকদারের ছেলে মো. হৃদয় (২৩), উপসী গ্রামের মো. আলী চৌকিদারের ছেলে সুমন চৌকিদার (২৮) ও লক্ষীপুর গ্রামের ইদ্রিস আলী বেপারীর ছেলে মো. ইনছান আলী (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭টার দিকে নড়িয়া উপজেলার বিষুগাঁও গ্রামে তৈয়ব আলী মোল্যার রাইস মিলের সামনে খালি জায়গায় একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্যরা ডিবি পুলিশ পরিচয়ে স্থানীয় মো. শাহিন হাওলাদারের কাছে অবৈধ মাদক আছে বলে তাকে আটক করে প্রথমে হ্যান্ডকাফ পরায়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এরপর শাহিন হাওলাদার তার বাবাকে মোবাইল করে টাকা আনতে বলেন। পরে তার বাবা এসে ভুয়া ডিবি পুলিশের কাছে নগদ ২০ হাজার টাকা ও শাহীনের কাছে থাকা ২ হাজার ৯০০ টাকা দিলে শাহীন হাওলাদারকে ছেড়ে দেয় তারা। এ সময় শাহীন ও তার বাবা ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তিনজনকে আটক করে পুলিশকে খবর দেয়। কিন্তু টাকা নিয়ে অপর এক ব্যক্তি পালিয়ে যায়। পুলিশ এসে জনতার হাতে আটক তিনজনের পরিচয় যাচাই করে জানতে পারে তারা ভুয়া ডিবি। এ ঘটনায় নড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাইফ রুদাদ/এএমকে