যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ৭৫ জন ভক্ত ভারতে প্রবেশ করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে তারা ভারতে প্রবেশ করেন।

জানা গেছে, ঢাকা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভারসহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। বেনাপোল ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্যক্রম শেষে তারা ভারতে প্রবেশ করেন। ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাসের নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতের যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। তারা জানান ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

এমজেইউ