সেন্ট মার্টিনে ভেসে এলো যুবকের মরদেহ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সেন্ট মার্টিনের সিটিবি পয়েন্ট এলাকায় মরদেহটি ভেসে আসে।
ভেসে আসা মরদেহের বয়স আনুমানিক ৩০ হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। তবে এ মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে এসেছে। মরদেহটির বয়স আনুমানিক ৩০ বছর। হয়ত এটি মিয়ানমারের কোনো নাগরিকের হতে পারে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
সাইদুল ইসলাম ফরহাদ/এমজেইউ