মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে আগুনে পুড়লেন তিনি
মাদারীপুরের রাজৈরে নিজের মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে আগুনে পুড়ে এনায়েত খান (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এনায়েত একই গ্রামের মৃত হাসেম খানের ছেলে। বর্তমানে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ভ্যানচালক হায়দার খানের (৫০) বাড়িতে রান্না করছিল পরিবারের লোকজন। প্রতিদিনের মতো রান্নাঘরের পাশে মোটরসাইকেল রেখে নিজ ঘরে যান এনায়েত। পরে জ্বলন্ত চুলা রেখে হায়দারের পরিবারের সদস্যরা অন্য বাড়িতে গেলে আকস্মিক তাদের রান্নাঘর ও বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনের লেলিহান শিখা ছড়াতে থাকলে একদিকে আগুন নেভানোর চেষ্টা চালান স্থানীয়রা। অপরদিকে নিজের মোটরসাইকেল সরাতে যান এনায়েত। তখন আগুনের ফুলকি তার শরীরে এসে পড়লে এক হাত ও মুখ পুড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। এ অগ্নিকাণ্ডে ভ্যানচালক হায়দারের বসতবাড়ির কিছু অংশ ও রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
বিজ্ঞাপন
আহত এনায়েত খানের মেয়ে এনি আক্তার জানান, মোটরসাইকেলের কিছু হয়নি। কিন্তু আমার বাবার শরীরের অনেকখানি অংশ আগুনে পুড়ে গেছে। তাই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
রাজৈর উপজেলার টেকেরহাট পোর্ট স্থল কাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, আমরা গিয়ে আগুন পাইনি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেছে। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
আরএআর