টাঙ্গাইলের সখীপু‌রে বনভূ‌মি দখল ও গাছ কাটার মাম‌লায় জামায়া‌ত নেতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। বন মামলায় তার বিরু‌দ্ধে গ্রেপ্তারি প‌রোয়ানা ছিল। 

সোমবার (২ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় সখীপুর থানার সাম‌নে থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ম‌নিরুজ্জামান ম‌নির উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে এবং উপ‌জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সে‌ক্রেটারি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছেন। এছাড়া তি‌নি সখীপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন ও নলুয়া বাজা‌রে ইউরেকা কো‌চিং সেন্টা‌র প‌রিচালনা ক‌রেন। 

জানা গে‌ছে, উপ‌জেলার নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২ এ অবৈধভাবে সরকারি সংরক্ষিত বনে প্রবেশ করে অবৈধভাবে গজারী কর্তন, ঘর নির্মাণ ও বনভূমি জবর দখলে অভিযোগে বন বিভাগ তার বিরুদ্ধে মামলা দা‌য়ের ক‌রে। সেই মামলায় তার বিরু‌দ্ধে গ্রেপ্তারি প‌রোয়ানা জা‌রি ক‌রেন আদালত। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জা‌কির হো‌সেন বলেন, বন মামলায় তার বিরু‌দ্ধে ওয়া‌রেন্ট ছিল। সন্ধ্যার দি‌কে থানার সাম‌নে দি‌য়ে যাওয়ার সময় তা‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। 

অ‌ভি‌জিৎ ঘোষ/আরকে