টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী কামরুল গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে (৫০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
কামরুল টঙ্গী এরশাদ নগর এলাকার তমিজ উদ্দিনের ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানাধীন শিরিরচালা এলাকাস্থ সাবাহ্ গার্ডেন রিসোর্টে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে সোমবার ভোর ৪টার দিকে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করা হয়।
কামরুল ইসলামের বিরুদ্ধে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানায় হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরকদ্রব্যসহ বিভিন্ন অপরাধকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানায় ২৪টি মামলা রয়েছে।
এ ছাড়াও তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ৮টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি আছে।
শিহাব খান/এএমকে