চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ফয়সাল হোসেন বিদ্যুৎ (২৪) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে পৌর এলাকার মাথাভাঙ্গা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফয়সাল হোসেন বিদ্যুৎ চুয়াডাঙ্গা শহরতলি দৌলতদিয়াড় গ্রামের সরদারপাড়ার মহর আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা কুপিয়েছে তাৎক্ষণিকভাবে এ তথ্য জানা যায়নি। এ ব্যাপ্যারে আহত ফয়সালসহ তার সহকর্মীরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মাথাভাঙ্গা ব্রিজের অদূরে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে বলে জেনেছি। আমরা অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসাল্টেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় ঢাকা পোস্টকে বলেন, মাথা, পিঠ, হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের স্থানে আমরা প্রাথমিক চিকিৎসা প্রধান করেছি। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, রাত ১১টার দিকে আহত ফয়সাল হোসেনকে নিয়ে রাজশাহীর উদ্দেশে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ত্যাগ করেছেন তার পরিবারের সদস্যরা।
আফজালুল হক/এএমকে