আমরা মানবিক বাংলাদেশ চাই : শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের বিপ্লব কোনো দলের কৃতিত্ব নয়, কোনো গোষ্ঠীর কৃতিত্ব নয়, আল্লাহর কৃতিত্ব। দুনিয়ায় কৃতিত্ব ১৮ কোটি মানুষের, আর নেতৃত্বের কৃতিত্ব আমাদের যুব সমাজের। আমাদের ওপর একটা অন্ধকার পর্বত জমা হয়েছিল। আল্লামা সাইদীসহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে তাদের রক্তের ফোঁটা আর ১৮ কোটি মজলুম মানুষের চোখের পানি আল্লাহ কবুল করেছেন। আর এর বিনিময়েই আল্লাহ আজ আমাদের মুক্তি দিয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সদরের বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। ঝালকাঠি থেকে সড়কপথে ঢাকা যাওয়ার সময় নেছারাবাদ উপজেলা জামায়াতের এ পথসভায় যোগ দেন তিনি।
বিজ্ঞাপন
শফিকুর রহমান আরও বলেন, আজকের এই মুক্তি এমনি এমনি আসেনি। সাড়ে ১৫ বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, লাখ লাখ মানুষ চাকরি থেকে বিতাড়িত হয়েছে, দফায় দফায় জেলে ঢুকানো হয়েছে, আলেম-ওলামা, জাতি-ধর্ম, দলমত নির্বিশেষে মানুষকে জীবন দিতে হয়েছে। এতগুলো জীবনের কোরবানির বিনিময়ে আজকের এই স্বস্তি ফিরে এসেছে। সাড়ে ১৫ বছরে যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুন।
জামায়াতের আমির বলেন, জাতি ধর্ম বর্ণ নির্যাতিত মানুষের রক্তে জুলাই বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়, সবার। আমরা মানবিক বাংলাদেশ চাই, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। এমন বাংলাদেশ গড়তে আমরা আপনাদের সমর্থন চাই। যতদিন আমরা ন্যায়ের পথে থাকবো ততদিন আপনারা আমাদের পাশে থাকবেন। যখনি আমরা বিভ্রান্তির পথে যাব আমাদের প্রতিহত করবেন। আমরা আর রক্ত চাই না। আমরা ইনসাফ চাই।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদীর ছেলে আল্লামা সাইদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাইদী, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. আবদুল রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মো. জহিরুল ইসলাম প্রমুখ।
পথসভা শেষে দুপুরে জামায়াতের আমির নেছারাবাদ উপজেলার ঐতিহাসিক ছারছীনা দরবারে গিয়ে কুশল বিনিময় করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
শাফিউল মিল্লাত/আরএআর