সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত এলাকা থেকে মো. বাকির হোসেন (২৮) নামে এক ভুয়া পুলিশসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২ ডিসেম্বর) ভোরে মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/৫-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের মো. আবু চাঁনের ছেলে মো. বাকির হোসেন ও দক্ষিণ গোরিলা গ্রামের মো. আ. মালেকের ছেলে মো. তাবারত হোসেন (৩০)।

বিজিবি জানায়, গামারীতলা এলাকায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মোটরসাইকেলে চড়ে প্রবেশ করেন বাকির হোসেন। তখন মাছিমপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা সন্দেহজনক মনে করে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে ভুয়া পুলিশ সদস্য হিসেবে চিহ্নিত হলে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঢাকা পোস্টকে জানান, টহল দল তাদের আটক করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তামিম রায়হান/এমজেইউ