শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের দায়ের কোপে ওয়াসিম আকরাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়ার হাসান আলীর ছেলে।
বিজ্ঞাপন
স্বজন ও স্থানীয়রা জানান, ওয়াসিম আকরাম ছয় বছর আগে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। গত ছয় মাস আগে তিনি শেরপুর শহরের বারাকপাড়ায় বিয়ে করেন। বর্তমানে তিনি সিলেটে কর্মরত ছিলেন। গত শুক্রবার ছুটিতে আসেন। দুই দিন শ্বশুরবাড়িতে থেকে নিজ বাড়িতে এসে আজ সকালে তার বাবার সঙ্গে ধান কাটতে যান। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিমকে দা দিয়ে পেছন থেকে কোপ দেন। পরে তাকে শেরপুর সদর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আমরা উনার (ওয়াসিম আকরাম) মরদেহ পেয়েছি। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে। আমরা শুনেছি জমি নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁইয়া বলেন, এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। নিরাপত্তার স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না।
মো. নাইমুর রহমান তালুকদার/এমজেইউ