‘সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তি ভঙ্গ করেছেন’
সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তি ভঙ্গ করেছেন। সরকারের সঙ্গে করা চুক্তিতে তাদেরকে শর্ত (অস্ত্র জামা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা) দেওয়া হয়েছিলো যা ভঙ্গ করেছেন সন্তু লারমা। অবৈধ অস্ত্র পরিহার না করে বিভিন্ন নাম দিয়ে পাহাড়ে অস্ত্রের মজুত বাড়িয়ে চুক্তি ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আনিসুজ্জামান ডালিম।
পার্বত্য চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে (২ ডিসেম্বর) চুক্তির বিতর্কিত ধারা সমূহ বাতিলের দাবিতে খাগড়াছড়িতে পার্বত্য নাগরিক পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
আনিসুজ্জামান ডালিম বলেন, চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা তাদের সাংবিধানিক অধিকার হারিয়েছে। আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদসহ সব পদ অযোগ্য করা হয়েছে। অথচ পার্বত্য অঞ্চলের প্রায় অর্ধেক নাগরিক বাঙালি সম্প্রদায়ের।
আরও পড়ুন
২৭ বছর আগের করা চুক্তি বর্তমান পেক্ষাপটে যথোপযুক্ত নয়। দেশের সংবিধান সময়োপযোগী করে সংস্কার করা হলেও চুক্তি একই ধারায় রয়ে গেছে। চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো নিয়ে আদালতে রিট করা হয়েছে। দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো বাতিলের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, কেন্দ্রীয় যুব পরিষদের সভাপতি আসাদ উল্লাহ।
মোহাম্মদ শাহজাহান/এমএসএ