জামালপুরে সড়ক দুর্ঘটনার প্রাণ গেল তাঁতী লীগ নেতার
জামালপুরের মেলান্দহে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে ইউনিয়ন তাঁতী লীগের সহ-সভাপতি জোরন আলী (৬০) নিহত হয়েছেন। গত রাতে মেলান্দহ উপজেলার জটিয়ারপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোরন আলী মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের গড়পাড়া এলাকার মৃত আলীমুদ্দীনের ছেলে। তিনি গড়পাড়া শেখ ফজলুল হক মনি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কড়ইচড়া ইউনিয়ন তাঁতীলীগের সহ সভাপতি ছিলেন।
বিজ্ঞাপন
জানা গেছে, জোরন আলী ও তার স্ত্রী রোববার রাতে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জটিয়ারপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জোরন আলীর মৃত্যু হয় এবং তার স্ত্রী গুরুতর আহত হয়।
আরও পড়ুন
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জোরন আলীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মুত্তাছিম বিল্লাহ/এনএফ