ফের রিমান্ডে ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বাহার
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে ওয়াকিল আহমেদ শিহাব নামের এক কিশোর নিহতের ঘটনায় জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহারের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ ডিসেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোতাহের হোসেন তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
বিজ্ঞাপন
শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ বেগমের আদালত এ আদেশ দেন।
বাহার ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ ছিলেন।
গত ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দেন শিহাব। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে তিনি মারা যান। এ ঘটনায় গত ২০ আগস্ট নিহতের মা মাহফুজা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ১৫১ জনের নাম উল্লেখ করা হয়।
এ মামলায় আমির হোসেন বাহারকে ১৬ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এর আগে আমির হোসেন বাহারকে মহিপালে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা দুটি হত্যা মামলায় দুদফায় রিমান্ডে নেওয়া হয়েছিল।
গত ১৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় তাকে ফেনী মডেল থানায় আনা হয়।
তারেক চৌধুরী/এমএসএ