সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় এনেছে রেলওয়ে পুলিশ, তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে দুর্ঘটনার খবর পায় পুলিশ। এর আগে, বিকেল ৩টার দিকে সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ির চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শুভ কুমার ঘোষ/এএমকে