রাজবাড়ীতে ৫ মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির শতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া পৃথক পাঁচটি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী।
রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টায় রাজবাড়ীর বিশেষ ট্রাইবুনাল-১-এর বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন তাদের ওইসব মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাড. নেকবর হোসেন মনি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নিপীড়নমূলক গায়েবি মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তাদেরকে এফআরটি প্রদান করেন। উক্ত এফআরটির আলোকে রাজবাড়ীর বিশেষ ট্রাইবুনাল-১-এর বিচারক উভয় পক্ষের শুনানি শেষে বিশেষ ট্রাইবুনাল ২০/২০২৪, ২৪/২০২৪, ২৫/২০২৪, ২৬/২০২৪, ২৮/২০২৪ মামলা থেকে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে অব্যাহতি প্রদান করেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে