ফেনীর ছাগলনাইয়ার সোনাপুরে ফেনী নদীতে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অভিযানে বাধা দেওয়ায় মো. শাহাদাত হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক শাহাদাত চট্টগ্রামের জোরারগঞ্জ করেরহাট এলাকার মো. ছুট্টু মিয়ার ছেলে। রোববার (১ ডিসেম্বর) রাতে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ছাগলনাইয়া উপজেলার সোনাপুর এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৭টি মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। জব্দ মেশিনের মধ্যে ৩৩টি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে, যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা। একইসঙ্গে চারটি মেশিন ও জব্দ সরঞ্জামাদি ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ সময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া থানা পুলিশের উপ-পরিদর্শক নাজমুলসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

তারেক চৌধুরী/এমজেইউ