বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। তিনি বলেন, মামলার রায়ে প্রমাণ হয়েছে দুনিয়ায় মিথ‍্যার জায়গা নেই। মূলত রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে এই মামলায় আসামি করা হয়েছিল।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ‍্যায় ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় ঢাকা পোস্টকে তিনি এসব কথা বলেন।

শরীফুল আলম আরও বলেন, আমরা আগে থেকেই বলে এসেছি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ জাতীয় পর্যায় থেকে শুরু করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা গায়েবি ও হয়রানিমূলক। আজকের রায়ে দেশবাসীসহ বিশ্বের শান্তিকামী মানুষ খুশি। মামলার রায়ে প্রমাণ হয়েছে তারেক রহমান কোনো অপরাধ করেননি।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, বর্তমান দেশে আংশিক গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। ফ‍্যাসিবাদ পালিয়ে যাওয়ায় দেশের মানুষ স্বস্তি প্রকাশ করেছে।

এ সময় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তারেক রহমান ষড়যন্ত্রমূলক মামলা থেকে খালাস পাওয়ায় ময়মনসিংহ বিভাগীয় বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন এই বিএনপি নেতা।

এ সময় দলীয় কার্যালয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির স‍দস‍্যসচিব মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মো. আমান উল্লাহ আকন্দ/এমজেইউ