সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন স্বামী। রোববার (১ ডিসেম্বর) সকালে পারিবারিক কলহের জের ধরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে সাইদী চৌধুরী (২৩) বসতঘরে ঘুমন্ত স্ত্রী রাকিবা বিবিকে (২২) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। 

নিহত রাকিবা বিবি গৌরারং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মো. আছান নবীর মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল গড়িয়ে দুপুর হলেও রাকিবা বিবি ঘরের দরজা না খুললে আশপাশের লোকজন তাকে ডাকতে শুরু করেন। একপর্যায়ে তার কোনো নড়াচড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েন।  এ সময়  ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান তারা। রাকিবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিহতের স্বামী সাইদী চৌধুরীকে আটক করে।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফোর্স পাঠিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযুক্ত মো. সাইদী চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তামিম রায়হান/আরএআর