সংস্কার থেকে নির্বাচন, সবই সম্পন্ন করবো : ফারুক-ই-আজম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেছেন, সংস্কার থেকে নির্বাচন, সবই সম্পন্ন করবো। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা।
রোববার (১ ডিসেম্বের) দুপুরে মুক্তিযুদ্ধের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আপানারা লক্ষ করেছেন আমাদের জাতির মধ্যে প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে সংস্কার থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত সবই আমরা সম্পন্ন করবো। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এখানে কাউকেই বিচ্ছিন্ন না করে সবার ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, সংস্কারের ব্যাপারে যে কমিশন গঠিত হয়েছে ডিসেম্বর অথবা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রিপোর্ট দেবে। তখন এটা জনসম্মুখে যাবে। রাজনৈতিক দল, জনগণ এবং স্টেকহোল্ডার যারা আছেন তাদের সবার সঙ্গে কথা বলে সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে।
মুক্তিযোদ্ধাদের নিয়ে ফারুক-ই-আজম বলেন, মুক্তিযোদ্ধা না হয়েও যারা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের তালিকাভুক্ত করেছেন তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। প্রতারকদের চিহ্নিত করার দায়িত্ব জাতিগতভাবে সবার। তাদেরকে জাতির সামনে উন্মোচিত করতে হবে।
তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা যারা তালিকাভুক্ত হয়েছেন, আমরা প্রচেষ্টা নিয়েছি তাদেরকে নানা আঙ্গিকে শনাক্ত করার জন্য। মুক্তিযোদ্ধা সংগঠনের দিক দিয়ে শনাক্ত হবে, জনসাধারণকেও আমরা সুযোগ দিচ্ছি যাতে তাদের শনাক্ত করা যায়। যারা মুক্তিযোদ্ধা তারা এলাকায় মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত। তাদের সব তালিকা যা আমাদের কাছে সংরক্ষিত আছে এগুলো আমরা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভক্ত করে অনলাইনে দিয়ে দিয়েছি। সেখানে একটি আপত্তি ফরম দিচ্ছি, যদি আপনাদের মনে হয় তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, তাদের বিষয়ে আপত্তি জানাবেন। যাতে তাদেরকে চিহ্নিত করে আঙুল তোলা সম্ভব হয় এবং জাতির সামনে উন্মোচিত করার সুযোগ হয়।
উপদেষ্টা কোল্লাপাথর শহীদ সমাধিস্থল পৌঁছে শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। তিনি প্রতিটি কবর ঘুরে দেখেন।
কোল্লাপাথর শহীদ সমাধিস্থল পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কোল্লাপাথরে দেশের বৃহত্তম শহীদ সমাধিস্থল অবস্থিত। এখানে ৫০ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে। যার মধ্যে রয়েছেন পাঁচজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মাজহারুল করিম অভি/এমজেইউ