ছাত্র-জনতাকে হত্যা করে দেশে আওয়ামী লীগের কবর হয়েছে। শেখ হাসিনা ছাত্র-জনতার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। ফিরে আসা তো দূরে, বাংলার মাটিতে তার কবরও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলার সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, শেখ হাসিনা ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে। ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করেছে।

শনিবার (৩০নভেম্বর) বিকেলে বেলগাছী রেলওয়ে ঈদগাহ ময়দানে সদর উপজেলার চন্দনী ইউনিয়ন ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির যৌথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে তিনি এসব কথা বলেন। 

বিএনপি নেতা নেওয়াজ মাহমুদ বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিশাল গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কখনো বাংলার মাটিতে ফিরতে পারবে না। 

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর এলাকায় আসতে পারিনি। প্রতিটা নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় কেউ ঘরে থাকতে পারেনি। দিনের পর দিন পালিয়ে বা জেলে থাকতে হয়েছে। শেখ হাসিনা আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।

তিনি আরও বলেন, ১৭ বছর অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতনের শিকার হয়েছি। শেখ হাসিনা আমাদের অনেক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। অবশেষে শেখ হাসিনা ছাত্র-জনতার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে।

খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক কে এম সাহাদত হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এ বি এম মুঞ্জুরুল আলম দুলালসহ অনেকে।

মীর সামসুজ্জামান/এমএসএ