নিখোঁজের ৫ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ৫দিন পর বিলের ডোবা থেকে তানভীর খান নামের ৫ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা বাইছারা নোয়াপাড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু তানভীর খান একই গ্রামের সোলাইমান মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
শিশুর বাবা সোলাইমান মিয়া বলেন, গত মঙ্গলবার আমি বিলে ধান কাটার কাজ করছিলাম। এদিন বিকেলে আমার ছেলে তানভীর বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
এ ঘটনায় শিশুটিকে ফিরে পেতে গত বুধবার বিকেলে কচুয়া থানায় নিখোঁজ ডায়রি করা হয়। শনিবার ডোবাতে ছেলের মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে শনাক্ত করা হয়। এ ব্যাপারে কারো প্রতি কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ও শিল্পি বেগম বলেন, নিখোঁজের ৫ দিন পর ফসলি জমির পাশে একটি ডোবাতে তানভিরের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আনোয়ারুল হক/আরকে