ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন খুলনা জেলা ইমাম পরিষদের নেতারা। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর ডাকবাংলা মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইমাম পরিষদের সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের পতিত সরকারের দোসর হিসেবে এই সংগঠন কাজ করেছিল। স্বৈরাচার পতন হওয়ায় তাদেরকে আবার প্রতিষ্ঠিত করার জন্য এই ইসকন মাঠে নেমেছে।

বক্তারা আরও বলেন, আল্লাহ যাদের ধ্বংস করেছে তারা দ্বিতীয়বার বাংলার জমিনে মাথা উঁচু করে দাড়াতে পারবে না। ইসকনের দালালী করুক আর যাই করুক, বাংলার জনগণ বুঝে গেছে তোমরা কারা। ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে দালালদেরকেও নিষিদ্ধ করতে হবে। এদের বাংলাদেশে আর স্থান দেওয়া যাবে না।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে বাংলাদেশের তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা রয়েছে, যারা উস্কানি দিয়েছে, যারা এদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তাদেরকে খুঁজে বের করে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।

বক্তারা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন। ওই সংগঠনের কর্মকাণ্ড সাম্প্রদায়িক। সুতরাং তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা প্রকাশ্যে মানুষ কুপিয়ে মারছে। পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ইসকনের কর্মকাণ্ড চলতে পারে না বলেও বক্তারা উল্লেখ করেন। অনতিবিলম্বে এই ইসকন সংগঠনের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

জেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালেহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা এএফএম নাজমুস সউদ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মাওলানা আনম আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মুশতাক আহমেদ, মাওলানা আব্দুল্লাহ হুসাইন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা জাহিদুল হক প্রমুখ।

মোহাম্মদ মিলন/টিএম