গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়া গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম মালাধর উত্তরপাড়া গ্রামের মৃত হাসিব উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মসজিদ কমিটি গঠনের বিষয়ে আলোচনা চলাকালে মালাধর উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার বাসিন্দাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রথমে মসজিদের ভেতরে সংঘর্ষ শুরু হলেও দ্রুত তা মসজিদের বাইরে ছড়িয়ে পড়ে। দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই উত্তরপাড়া গ্রামের সাইদুল ইসলাম প্রাণ হারান। এ ঘটনায় মতিন, শাহিন, আনিছুর ও মহব্বত নামে চারজন আহত হন। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় মালাধর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল গফুর (৩৪), ফিরোজ খন্দকারের ছেলে শাকিল আহমেদ (২৭) এবং সোহরাব খন্দকারের ছেলে সফিউল ইসলাম আহাদকে (সোহাগ) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

রিপন আকন্দ/এমজেইউ