চুরির অপবাদ দিয়ে যুবককে বেঁধে নির্যাতন
চুরির অপবাদ দিয়ে এক যুবককে নির্যাতন করেছেন গ্রামপুলিশের সদস্য ও তার দুই ছেলে। বুধবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চুরির কোনো ঘটনা না ঘটলেও মারধরকারী ও মারধরের শিকার এই দুই পক্ষের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। এজন্য চোর আখ্যা দিয়ে মারধর করা হতে পারে। নির্যাতনের শিকার ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে সুবজ (২৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আহত সবুজ বলেন, আমার বোনের বাড়ি একই গ্রামে। গত বুধবার তার বাড়িতে বেড়াতে গেলে প্রতিবেশী সালাম চৌকিদারের ছেলে রিয়াজ আমাকে রাস্তা থেকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে তাদের বাড়িতে নিয়ে আটকে রাখে। সেখানে রিয়াজ, তার ভাই ফিরোজ এবং সালাম চৌকিদার মিলে হাত-পা বেঁধে তাকে মারধর করেন।
স্থানীয় কয়েকজন ছাড়াতে আসলে তারা আমাকে চোর বলে আখ্যা দেয়। এ সময় আমি জ্ঞান হারালে সেই অবস্থায় তার বাড়ির সামনে এনে ফেলে রেখে যায় সালাম চৌকিদারের ছেলেরা বলে দাবি করেন আহত সবুজ। তিনি বলেন, খবর পেয়ে স্বজনরা গিয়ে আমাকে হাসপাতালে ভর্তি করান।
তবে অভিযুক্ত আবদুস সালাম চৌকিদার বলেন, ঘটনার সময়ে আমি বাড়িতে ছিলাম না। আমি তাকে মারধর করিনি। কেউ করেছে কি না তাও বলতে পারি না। তবে সবুজ মাঝে-মধ্যে চুরি করে বলে আমার কাছে খবর আছে।
সৈয়দ মেহেদী হাসান/এমএসআর