চাঁদপুরে এতিম ও দুস্থরা পেল ৪০ মণ জাটকা ইলিশ
চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ কেজি (৪০ মণ) জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নোয়াখালী থেকে চাঁদপুরে আনার সময় একটি মিনি পিকআপ ভ্যানে তল্লাশি করে এসব জাটকা জব্দ করা হয়।
বিজ্ঞাপন
পরে সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট তাকিউল আহসান।
তিনি বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের টহল দল পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। পরবর্তীতে কোস্টগার্ড স্টেশনে এনে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
আরও পড়ুন
এ সময় ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ কোস্টগার্ড কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আনোয়ারুল হক/টিএম