‘উগ্রবাদী-রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেওয়া হবে না’
বাংলাদেশের মাটিতে কোনও উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।
তিনি বলেন, অভিযুক্ত ইসকন নেতাসহ তাদের মদদদাতা ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাই। এ দেশের মাটিতে কোনও উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেওয়া হবে না। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহর খেলাফত মজলিসের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমদ আলী কাসেমী বলেন, পতিত হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এখন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য আবার জঘন্য ষড়যন্ত্র শুরু করেছে। তারা চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করেছে। সমন্বয়কদের গাড়িতে হামলা করেছে। যত ষড়যন্ত্র করো, বাংলার মানুষ আর তোমাদের (আওয়ামী লীগ) সঙ্গে নেই। মানুষ আর তোমাদের ফিরে আসার সুযোগ দেবে না।
আওয়ামী লীগ সরকার দেশকে অরাজকতার রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে তিনি বলেন, ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার মানুষের ন্যায্য অধিকার, ভোটের অধিকার ও কথা বলার অধিকার থেকে বঞ্চিত করে দেশকে একটি অরাজকতার রাজ্যে পরিণত করেছিল। দেশের মানুষ মুক্তির উপায় খুঁজে পেয়েছিল ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে। হাসিনা সরকার তার মন্ত্রিপরিষদসহ দেশ ছেড়ে পালিয়েছে। আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হয়েছি।
ফেনী শহর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।
আরও পড়ুন
এতে আরও বক্তব্য রাখেন- হেফাজত ইসলামের ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, সহকারী ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাই, নোয়াখালী জোন খেলাফত মজলিসের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইসমাঈল হায়দার, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, মাওলানা মর্তুজা সালেহ, বাংলাদেশ ইসলামী যুব মজলিসের অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক কেএম ইমরান হোসাইন।
তারেক চৌধুরী/টিএম