চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলে হাতের কাঠের টুকরোর আঘাতে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ওই নারীর নাম কাউছারা বেগম (৬০)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরদুঃখিয়া (পূর্ব) ইউনিয়নের সন্তোষপুর কুট্টি ভূইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কাউছারা বেগম ওই বাড়ির মাওলানা আবু জাফরের স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মাওলানা ফয়েজকে আটক করছে পুলিশ। ফয়েজ মানসিক রোগে আক্রান্ত বলে পরিবারের সদস্যরা জানান।

স্থানীয়রা জানান, মা কাউছারা বেগম বাড়ির উঠোনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় তার ছেলে মাওলানা ফয়েজ একটি কাঠের টুকরো হাতে নিয়ে মাকে আঘাত করেন। এতে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসেন। তাদের কাছে খবর পেয়ে অন্য দুই ছেলেও ছুটে যান। তারা মাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউছারা বেগমের স্বামী মাওলানা আবু জাফর বলেন, ফয়েজ প্রায় ১১ বছর যাবত মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। সে তার মাকে আঘাত করে ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকে দেন। পরে বাড়িতে পুলিশ এসে তাকে আটক করে থানা হেফাজতে নেয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম বলেন, ছেলের হাতে মা খুন হওয়ার সংবাদ শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। ফয়েজ বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনোয়ারুল হক/টিএম