হেরোইন বহনের দায়ে যুবকের যাবজ্জীবন
নাটোরের লালপুরে ২২০ গ্রাম হিরোইন সংরক্ষণ এবং বহনের দায়ে কবির ইসলাম (২০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এই আদেশ দেন।
বিজ্ঞাপন
নাটোর আদালতের পুলিশ পরিদর্শক মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।
কবির রাজশাহী জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের মোনতাজ আলীর ছেলে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ২০২২ সালের ১৫ নভেম্বর লালপুর উপজেলার তিলকপুর বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযান কালে কবির ইসলামকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশি পর তার দুই পায়ের জুতার ভেতর থেকে দুই প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। যার প্রতি প্যাকেটে ১১০ গ্রাম হেরোইন ছিল (পলিথিনের ওজনসহ)।
এই ঘটনায় র্যাব বাদী হয়ে লালপুর থানায় কবির ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। দুই বছর পর সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে মামলার একমাত্র আসামি কবির ইসলামের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
গোলাম রাব্বানী/এএমকে